মাঠ কাপাচ্ছে ‘ মাঠ কাপাবে ঢাকা ‘ থিম সং

মমিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে খেলছেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলটি। মাশরাফি, তামিম,আফ্রিদি, পেরেরাদের মত বড় তারকাদের নিয়ে ব্যাটে বলে মাঠ কাপাচ্ছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ক্রিকেট মাঠের ব্যাটে- বলের সাথে মাঠের বাহিরে মাঠ কাপাচ্ছে ‘ মাঠ কাপাবে ঢাকা ‘ নামের অফিসিয়াল থিম সং টি।

বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলটি ইতিমধ্যেই প্রকাশ করেছেন তাদের অফিসিয়াল থিম সং। তাদের থিম সং প্রকাশের পর চারিদিকে বেশ সাড়া ফেলেছে গানটি। ইউটিউব কিংবা ফেসবুক সব জায়গাতেই প্রশংসা কুড়াচ্ছেন তাদের অফিসিয়াল থিম সং টি। ইউটিউব চ্যানেল বোটম্যান ফিল্মসে ভিডিওটি আপলোড করা হলে ভিউ হয়েছে প্রায় ২০ লাখ আর ফেসবুকে ভিউয়ের সংখ্যা ৫ লাখ।

মাশরাফি গান লিখে সুনাম অর্জন করা রবিউল ইসলাম জীবন লিখেছেন ঢাকা প্লাটুনের অফিসিয়াল থিম সং ‘ মাঠ কাপাবে ঢাকা ‘। গানটির সুর করেছেন ইমন চৌধুরী ও নেওয়াজ মাহতাব আর সংগীতায়াজন করেন ইমন চৌধুরী। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরী ও নেয়াজ মাহতাবের সুর করা গানটি বিভক্ত করা হয়েছে মোট তিনটি অংশে। গানটির প্রথম অংশে কন্ঠ দিয়েছেন মুত্তাকি হাসিব ও নেওয়াজ মাহতাব। এরপর দ্বিতীয় অংশে কাওয়ালি গান গেয়েছেন শামীম হাসান।

আর গানের তৃতীয় অংশে গান গেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো ছড়ানো ঢাকাইয়া গালিবয় খ্যাত রানা মৃধা। তার সাথে কন্ঠ দিয়েছেন তাবিব হাসান মাহমুদ। এছাড়াও অতিথি ভোকাল হিসেবে ছিলেন পুলক অধিকারী। গানটির ভিডিও তে গানের তালে তালে নেচেন হৃদি শেখ ও সজল । ব্যয়বহুল গানটি ভিডিও করতে সময় লেগেছে চারদিন। ঢাকার বিভিন্ন জায়গায় ধারণ করা হয় ভিডিওটি। গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন ফজলে রাব্বী মৃধা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »