মাঠে ফিরতে মুখিয়ে আছেন সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মাঠে ফিরতে মুখিয়ে আছেন। বিশ্বকাপের আগে থেকে বয়ে বেড়ানো ইনজুরি থেকে কিছুটা সুস্থ হয়ে উঠছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে গত ১৯ আগস্ট। বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না সাইফউদ্দিন। কেননা দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো পিঠের ইনজুরিতে পড়ে বিশ্বকাপেই খেলেছেন ইনজেকশন নিয়ে।

তবে ফিজিওর নির্দেশ অনুযায়ী কাজ করে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। সাইফউদ্দিনের ভাষ্য, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাজই হল খেলা। খেলার জন্য আমি মুখিয়ে। এজন্য ফিট থাকতে হবে। বোর্ডের বেধে দেয়া ছক অনুযায়ী ইনজুরি থেকে সেরে উঠার প্রক্রিয়া চলছে। আলহামদুলিল্লাহ্‌ এখন কিছুটা ভালো অনুভব করছি।’

‘বোর্ড আমাদের ইনজুরি কিংবা পারফরম্যান্স সবকিছুই দেখে। প্রত্যেক ক্রিকেটারদের নিয়েই বোর্ডের আলাদা পরিকল্পনা থাকে। আমিও বোর্ডের পরিকল্পনার মধ্যেই আছি। কিছুটা ভালো অনুভব করায় নান্নু স্যার বলেছেন ক্যাম্পে যোগ দিতে। আমার ট্রেনিং নির্ধারিত ছক অনুযায়ীই চলবে।‘- বলেন সাইফউদ্দিন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »