মাঝ আকাশ থেকে প্যারাস্যুটে আসবে গোলাপি বল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টস হলো মাঠে। কিন্তু বল কই? প্রতিবারের নিয়ম মতো এবার যে বল হাতে দেওয়া হয়নি কারো। তবে এবার ম্যাচ শুরু হবে কিভাবে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে মাঝ আকাশ থেকে নেমে এলো প্যারাস্যুট। আর প্যারাট্রুপার এগিয়ে এসে দুই অধিনায়কের হাতে তুলে দিলেন দু’টি গোলাপি বল। ব্যাপারটা একবার চিন্তা করে দেখুনতো, কতোটা আকর্ষণীয়। কিন্তু প্রশ্ন জাগতে পারে ক্রিকেট বিশ্ব কি আদৌ কখনো এমন দৃশ্য দেখবে?

জী হ্যাঁ। এমনটাই ঘটতে চলেছে এবারের ইডেন টেস্ট। ঐতিহাসিক দিবারাত্রির ম্যাচে সিএবি’র পরিকল্পনা এমনি। ঐতিহাসিক এ-ই টেস্টকে স্মরণীয় করে রাখতেই এমন কিছু ভাবছেন বলে জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্যারাট্রুপাররা দু’টি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশ অধিনায়কের হাতে দু’টি বল তুলে দিবেন৷ সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’

আগামী ২২ শে নভেম্বর ঐতিহাসিক ইডেনে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্ট ম্যাচ সংগঠিত হতে যাচ্ছে। সমর্থকমহলে এ নিয়ে কৌতুহলের শেষ নেই৷ পাশাপাশি বিসিসিআই এবং সিএবির ও এ-ই ম্যাচকে স্মরণীয় করে রাখতে উদ্যোগের শেষ নেই। একের পর এক চমকপ্রদ তথ্য উঠে আসছে প্রত্যেকবার৷ নিঃসন্দেহে চমকের সমাহার এ-ই ম্যাচ টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে। অপেক্ষা সেই মাহিন্দ্রক্ষণের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »