নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
‘কালে কালে কত হয় রঙ্গ
অবশেষে মুক্ত হইলো বিহঙ্গ।’
বিভিন্ন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআইয়ের সভাপতির আসনে বসতে যাচ্ছেন কলকাতার রাজপুত্তুর। সাবেক এ-ই মহাতারকা নিয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিলেও একপ্রকার নিশ্চিতভাবে ধরেই নেয়া যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ণধার হতে যাচ্ছেন তিনি। কলকাতার ‘প্রিন্স অব হার্ট’ খ্যাত সৌরভ আপাতত আগামী ১০ মাসের জন্য এই গুরু দায়িত্ব পালন করবেন এ ব্যাপারটা একেবারে নিশ্চিত।
দ্বিতীয় বাঙালী তিনি এ-ই গৌরবের অংশীদার হতে যাচ্ছেন। এ-ই গৌরব অর্জনের জন্য তাকে হয়ত ছাড়তে হবে বাকি সকল দায়িত্ব। এক প্রকার অন্যান্য সকল দায়িত্ব থেকে বিরতি নিতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ধারাভাষ্যকার হিসেবেও হয়ত আপাতত আর দেখা যাবেনা কতকাতার ‘দাদা’ খ্যাত সৌরভকে।
এখন প্রশ্ন থেকেই যাচ্ছে দাদাকে কি তবে জনপ্রিয় শো ‘দাদাগিরি’ তেও দেখা যাবে না? দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় এ-ই শো নিয়ে তাই নতুন করে গুঞ্জন উঠেছিলো। চারপাশ যখন সরব তখন স্বস্তির কারণ হিসেবে তার জবাবটা দাদাই দিলেন। সম্প্রতি কলকাতার শীর্ষস্থানীয় এক পত্রিকায় দাদা এ ব্যাপারটি নিশ্চিত করেছেন যে উনি ‘দাদাগিরি’ ছাড়ছেন নাহ।
দীর্ঘদিন যাবৎ দুই বাংলায় জনপ্রিয় এ-ই শো তে উপস্থাপকের ভূমিকায় দেখা যায় কলকাতার রাজপুত্তুর কে। বলাবাহুল্য, কলকাতায় দাদা রাজ পুত্তুর,মহারাজা নামেই সর্বাধিক পরিচিত। বিসিসিআইয়ের পদ পাওয়ার পর তিনি ‘দাদাগিরি’ ছাড়ছেন এ-ই গুজব যখন চারদিকে বিরাজমান, তখনি মহারাজ জানান দিলেন তিনি ‘দাদাগিরি’ ছাড়ছেন নাহ।
সাতটি মৌসুম পেরিয়ে অষ্টম মৌসুমে পৌঁছালো ‘দাদাগিরি’। এইতো গত মৌসুমে স্টেজ মাতাতে আসেন ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকার। এবারো থাকবে নতুন চমক। দুই বাংলার সমর্থকেরা এখন অন্তত নিশ্চিন্তেই সময় পাড় করবেন আশা করা যায়।