নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই মূহুর্তে ইংল্যান্ডে চলছে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজ। এই অ্যাশেজ সিরিজটি দুই দলের জন্য অনেক মর্যাদার। তার উপর এই অ্যাশেজ সিরিজের প্রতিটি ম্যাচ সরাসরি প্রভাব পড়বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। কারণ এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচির অন্তর্ভুক্ত। আর তাই দুই দিক থেকে এই সিরিজটিকে হালকাভাবে নেবার সুযোগ নেই কোনো দলের কাছে। আর তাইতো বাজে ফর্মের জন্য এবারে লর্ডস টেস্টের দলে সুযোগ হয়নি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। আর তাই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন মঈন আলীর।
মঈন আলীর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বেশ অফফর্মে ভুগছেন এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে মঈন আলীর সময়টা আগের চেয়ে অনেক খারাপ যাচ্ছে। তিনি গত ৯ টেস্টের ৪টি টেস্টে ডাক মেরেছেন। আর চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দুইটি ইনিংস বল করে ৩টি উইকেট নিয়েছেন ১৭২ রান খরচায়। আর ব্যাট হাতো করেছেন ০ ও ৪ রান। ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলীর এমন অফফর্মে থাকায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিপাকে পড়েছে। তাকে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে দলে রাখার ঝুঁকি নিতে চায়নি। আর তাই তাকে দ্বিতীয় টেস্টের দলে রাখেনি।
মঈন আলীর খারাপ সময় যাচ্ছে তা তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছেন। তিনি হয়তো অনেক ক্লান্ত ও বিষন্ন রয়েছেন। আর তাই এই টেস্ট থেকে বাদ পড়ে যাবার পর তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।
ইংলিশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলী ৬০ টেস্টে ১৮১ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ২৭৮২ রান। সাথে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।
এদিকে মঈন আলীর বাদ পড়ায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। জ্যাক লিচ ৫টি টেস্ট খেলে ২০টি উইকেট নিয়েছেন। আর সর্বশেষ আয়ারল্যান্ডের সাথে টেস্টে বেশ নিয়ন্ত্রিত বোলিং করে নির্বাচকদের নজড় কেড়েছিলেন জ্যাক লিচ।