ভুল সিদ্ধান্তের বিশ্ব রেকর্ড উইলসনের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম চালু হয়েছে ১১ বছর হলো। একটা সময় মাঠের আম্পায়াররা যে সিদ্ধান্ত দিতেন তাই কার্যকর হতো ম্যাচে। কিন্তু আধুনিক যুগে এসে সেটা আর হচ্ছে না। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের বিপক্ষে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকায় অনেক সময় বেঁচে যাচ্ছেন ব্যাটসম্যানরা। অথবা অনেক সময় সিদ্ধান্ত যাচ্ছে বোলারদের দিকে। তবে মাঠের আম্পায়াররা ভুল করাটা স্বাভাবিক। কিন্তু এবার অ্যাশেজে ভুল সিদ্ধান্ত দেয়ার বিশ্ব রেকর্ডটা তৃতীয়বারের মত করে বসলেন জোয়েল উইলসন।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলা অ্যাশেজের প্রথম টেস্টে পাঁচ দিনে মোট আটবার ভুল সিদ্ধান্ত দেন উইলসন। যেখানে আটবারই রিভিউ নিয়ে বেঁচে যান ব্যাটসম্যানরা।

এদিকে এক ম্যাচে সর্বাধিকবার ভুল সিদ্ধান্ত দেয়ার প্রথম রেকর্ডটি গরেন কুমার ধর্মসেনা। ২০১৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট ম্যাচে আটটি ভুল সিদ্ধান্ত দেন ধর্মসেনা। এরপর ২০১৭ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার কলম্বো টেস্টে আবারও সমান সংখ্যক ভুল সিদ্ধান্ত দেন ভারতের আম্পায়ার সুন্দরম রবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »