ভুল থেকে শিক্ষা নিয়ে শিখছে বিসিবি

নিউজ ডেস্ক »

করোনার প্রকোপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয় নি বাংলাদেশের। তবে সামনের বছরের জানুয়ারী থেকেই দেশে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।বিগত বার অন্যান্য দল সফরের চেয়ে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হবে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

 

মহামারি করোনার কারণে ক্রিকেটকে বাঁচাতে সিরিজ চলাকালীন সময়ে দুই দলকেই থাকতে হবে কঠোর বায়োবাবলে। আন্তর্জাতিক পর্যায়ে বায়োবাবল পরিচালনার অভিজ্ঞতা এখনো হয়নি বিসিবির। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু কাপের অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বায়োবাবলকে সহজেই মনে করছে বিসিবি।

 

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,’‘সফলভাবে দুইটা টুর্নামেন্ট আমরা করেছি- একটি তিন দলের, একটি পাঁচ দলের। সেখান থেকে বিশেষজ্ঞ একটা দল তৈরি হয়েছে। আমরা এখন জানি কোন কোন বিষয়ে আমাদের কঠোর হতে হবে, বেশি নজর দিতে হবে। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।’’

 

বিসিবির প্রধান নির্বাহীর আশাবাদ, বিগত দুই আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুন্দরভাবেই কাজ সম্পাদন করতে পারবেন তারা।

 

তিনি বলেন,”আমরা সবাই আত্মবিশ্বাসী। আগেরগুলোয় একটা তিন দল একটা পাঁচ দল ছিল, এখন তো দুই দল। সেক্ষেত্রে আরও সহজ হবে। চেষ্টা করবো সব প্রটোকল মেনেই কাজগুলো করার। আমরা ভুল থেকে শিখছি। শুধু আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য না। পুরো দুনিয়াই প্রথমবারের মত এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। যেকোনো কিছুতেই কিছু ভুল থাকে যেগুলো পরে শুধরানো যায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে কিছু সীমাবদ্ধতা ছিল, পরবর্তীতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উন্নতি করেছি। আমাদের একটা দল তৈরি হয়ে গেছে যারা এটা নিয়ে কাজ করতে পারবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »