নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে ভিসা জটিলতার অবসান হওয়ার পর দেশে ফিরেছেন সাইফ হাসান। ভারতের বিপক্ষে টেস্ট দলে চান্স পাওয়া সাইফের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কলকাতায় আটকে যান।
এর আগে গত জুনে বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে যাওয়ার আগে ভিসা করা হয় সাইফ হাসানের৷ সেই ভিসার মেয়াদ ছিলো ৬ মাস। তবে এই ৬ মাসের শেষ দিন ছিলো ২৪ নভেম্বর। বাংলাদেশ যেদিন ইডেন টেস্ট হেরে যায় আড়াই দিনে, পরে দেশে ফিরে আসতে চাইলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কলকাতার বিমানবন্দরে আটকা পড়েন তিনি।
তবে গতকাল রাতে সাইফের সাথে রাতে দেশে ফিরেছেন আরও ৪ ক্রিকেটার। এই ৪ জন হলেন – তাইজুল ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে, ব্যক্তিগত কাজে এখনো কলকাতায় আছেন মুশফিকুর রহীম ও ইমরুল কায়েস। এর আগে ২৪ নভেম্বর ইডেন টেস্ট হারার পরেই দেশে ফিরেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। এর পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর দেশে ফিরেন আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।