নিউজ ডেস্ক »
মহামারী করোনার প্রতাপে ক্রিকেট মাঠের বাইরে,১১৭ দিন পর ইংল্যান্ডে ক্রিকেট ফিরেছে , অনেক দেশ নেমেছে অনুশীলনেও , তবে বাংলাদেশে এখন ক্রিকেট ফেরানোর বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি।মাঠে গিয়ে অনুশীলনও করতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার যদিও মাঠের অনুশীলনে ফিরেছেন নিজ উদ্যোগে।তবে বিসিবির আনুষ্ঠানিক অনুশীলনে নামা হচ্ছে না এতো তাড়াতাড়ি।কোচিং স্টাফের সদস্যরাও পাড়ি জমিয়েছেন নিজ দেশে। তবে নিজ দেশে থেকেই পেস বোলারদের টোটকা দিচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।
দীর্ঘদিন অনুশীলনের বাইরে থেকে মাঠে ফেরার পর পারফর্ম করা চ্যালেঞ্জিং, আর পারফর্মার যদি হয় পেস বোলার সেটা তবে আরো কঠিন।পেসারদের সবথেকে বেশি সমস্যা হয় ফিটনেস ধরে রাখতে, সাথে পুরনো ছন্দ ধরে রাখার জন্য তো মাথায় চিন্তা রাখতেই হয় ।তবে এমন সময়ে বাংলাদেশের পেসাররা পাশে পাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবাননকে। নিয়মিতই শিষ্যদের সাথে যোগাযোগ রাখছেন এই কোচ।ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিষ্যদের দিচ্ছেন টোটকা।পরামর্শ দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে ফিটনেস নিয়ে ।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক পেসার বলেন, ‘ভিডিও কলে গিবসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এখন তো খেলা নেই, অনুশীলনও নেই। আমরা আগে যতটুকু শক্তিশালী ছিলাম এখন বসে থাকার সময়ে বাসায় বসে ফিটনেস ট্রেনিং করছি। এই সময়ে আগের চেয়ে শক্তিশালী হয়ে আসতে বললেন। যে দুর্বলতা ছিল সেগুলো নিয়ে কাজ করতে হবে।’
গিবসনের মতে ফিটনেস ঠিক থাকলে লাইন,লেন্থ, অ্যাকুরেছি এগুলো কোন ব্যাপার না ।ভিডিও কনফারেন্সে বোলারদের টেকনিক, ও ফিল্ডিং নিয়েও পরামর্শ দিচ্ছেন গিবসন। ভিডিও এর মাধ্যমে আবার টাইগার পেসারদের বোলিংও দেখছেন সাবেক এই ক্যারিবীয় পেসার।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্রিকেটার বলেন, ‘ওনার মূল ফোকাস ছিল আমাদের ফিটনেসের ওপর। গিবসন যেটা বললেন, আমরা যদি এখন ফিট থাকি তাহলে বোলিং অ্যাকুরিসি আসতে সময় লাগবে না। দুই-তিন দিনের অনুশীলনে এসে যাবে।‘আমাদের টেকনিক, ট্যাকটিকস ও ফিল্ডিং নিয়েও আলোচনা করেছেন তিনি। কী করলে আমরা এসব জায়গায় উন্নতি করেত পারবো তা বলে দিয়েছেন। আমাদের বোলিং ভিডিও করে তাকে পাঠাতে বলেছেন।’
নিউজক্রিকেট/সুফিয়ান