https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ চার্ল লেঙ্গেভেলতের মতে বোলারদের সাথে কোনো ধরণের ভাষাগত জটিলতা সৃষ্টি হবে না। এ ব্যাপারে সমাধানের পথও বলে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
বর্তমানে বাংলাদেশ দলের কোচিং স্টাফে হেদ কোচ সহ মোট দক্ষিণ আফ্রিকানের সংখ্যা চারজন। যেখানে রয়েছেন পেস বোলিং কোচ চার্ল লেঙ্গেভেল্টও। বাংলাদেশ তো বটেই এশিয়া মহাদেশে প্রতিট দলের সাথেই অন্য অঞ্চল থেকে আগত কোচের সাথে ভাষাগত কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথেও ভাষা নিয়ে বেশ জটিল পরিস্থিতির সৃস্টি হয়েছিল।
এবার ওয়ালশের বদলে এসেছেন দক্ষিণ আফ্রিকার লেঙ্গেভেল্ট। তবে টাইগারদের দায়িত্ব নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন কীভাবে এই জতিলতা দূর করা সম্ভব। সহজ সমাধানের কথা জানিয়ে তিনি তিনি বলেন, ‘আফগানিস্তানে যখন কোচ ছিলাম সেখানে ভাষা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। আমার মনে হয় ভাষা তখন কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না যখন ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। একসঙ্গে কাজ করতে অলে দুই পক্ষের মধ্যে ভালো সম্পর্ক হওয়াটা জরুরি। আমি বিশ্বাস করি যে বোলারদের সাথে একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক হলে তারা যেমনি আমার ভাষা বুঝবে আমিও তাদের সমস্যা চিহ্নিত করতে পারবো। তারপরেও যদি সমস্যা হয় তাহলে দোভাষী নেয়া যাবে।’