নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূনাঙ্গ সিরিজ খেলতে ভারতের দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ। আজ (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০এ নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (আজ) ভারত-বাংলাদেশের ম্যাচের দিনে দিল্লির বায়ুদূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌছেছে। ফলে ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয়।দিল্লির বায়ুদূষণের পর্যায় বেশ ক’দিন ধরে সবচেয়ে বেশি সমলোচিত। যেখানে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ভেস্তে যাচ্ছে; সেখানে ম্যাচ সুষ্ঠুভাবে মাঠে গড়ানো কতটা নিরাপদ -এমন প্রশ্ন উঠছে বিভিন্নমহলে।
একিউআই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকা মানে বাতাসের মান খুবই ভালো। ৫০ থেকে ১০০ হলে তুলনায় একটু কম ভালো। ১০১ থেকে ১৫০ মানে শ্বাসকষ্ট রোগীদের জন্য কষ্টকর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ মানে অতি অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৫০০ এর মধ্যে একিউআই থাকলে তা ক্ষতিকর।
যেখানে আজ (রোববার) সকাল ১০ টায় দিল্লীতে একিউআই রেকর্ড করা হয় ৬২৫, এবং সকাল ১১ টায় তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৮৩২ এ! যার ফলে সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৩২ টা ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় দিল্লী এয়ারপোর্ট কর্তৃপক্ষ।দিল্লির বায়ুদূষণ নতুন না হলেও গতকালের বৃষ্টি তা মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিয়েছে।
দিল্লির বায়ুদূষণের প্রভাব পড়বে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। ভারতীয় কয়েকটি গনমাধ্যম বলছে,ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি।