ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে মনোরঞ্জনের ব্যবস্থা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে বিসিসিআই।

ম্যাচ নিয়ে উত্তেজনা তো আছেই, ম্যাচের আগেও আয়োজনে কমতি রাখতে চায় না বিসিসিআই। বিশ্বকাপ উপলক্ষে শচীন টেন্ডুলকার, রজনীকান্ত ও অমিতাভ বচ্চনদের গোল্ডেন টিকিট দিয়েছিল বোর্ড। ভারত-পাকিস্তান ম্যাচে এঁদের সবাইকে দেখা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এর বাইরেও অনেক ভিআইপি হাজির হবেন সেদিন। থাকবে গানের অনুষ্ঠান।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অনিল প্যাটেল আরও জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে, এবং আধঘন্টা চলবে। দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে শিশুরাও থাকবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »