https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ৩৮তম ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড দুর্দান্ত শুরুর পর গড়েছে ৩৩৭ রানের বিশাল পাহাড়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জনি বেয়ারস্টো এবং ইনজুরি থেকে ফেরা জেসন রয়। ওপেনিং জুটিতে ইংল্যান্ডের স্কোরবোর্ডে যোগ হয় ১৬০ রান। রয়কে ব্যক্তিগত ৬৬ রানে কুলদিপ ফিরিয়ে দিলে বিচ্ছিন্ন হয় এই জুটি। ইংলিশদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২০৫ রানে ১১১ রান করে বেয়ারস্টো সাজঘরে ফিরে গেলে। এরপর রানের গতি কিছুটা স্লথ হলেও রানের গতি ধরে রাখেন বেন স্টোকস। জো রুটের ৪৪ রানের সাথে স্টোকসের দ্রুত গতির ৫৪ বলে ৭৯ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংলিশরা পুঁজি পায় ৩৩৭ রানের।
বল হাতে ভারতের হয়ে মোহাম্মদ শামি একাই নেন ৫ উইকেট। এছাড়া বুমরাহ ও কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট।