https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দল ২ জুলাই মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। আফগানিস্তানকে হারিয়ে লম্বা সময় বিরতি পাওয়ার পর অনুশীলনে যোগ দিয়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের যে ভেন্যু সেই এজবাস্টনেই মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
সেমি ফাইনালে যেতে হলে বাংলাদেশ দলের জয় পেতে হবে ভারত এবং পাকিস্তান দুই দলের বিপক্ষেই। শুধু জিতলেই চলবে না তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের দিকে। এমন সমীকরণ টাইগারদের উপর বাড়তি চাপ তো দিচ্ছেই পাশাপাশি দলের শক্তিমত্তার সম্পূর্ণটা দিয়ে ভারতকে হারানোই টাইগারদের মূল লক্ষ্য।
বাংলাদেশ দলের অনুশীলনের আগে দলের পেস বোলিং কচ কোর্টনি ওয়ালশ জানান, ‘ছেলেরা একটা বিরতি পেয়েছে। আজ (রবিবার) অনুশিলনে ফিরেছে। সবাই ফুরফুরে মেজাজে রয়েছে। আমরা কি পারি সেটা দেখাতে হবে। এজন্য অনুশীলনে যোগ দিতে সবাই মুখিয়ে রয়েছে। আমি নিশ্চিত যে ইংল্যান্ড-ভারত ম্যাচের দিকেই সবার দৃষ্টি।তবে আমরা এই ম্যাচের উপর নির্ভর করে কিছুই বলতে পারব না। তাই অনুশীলন করে আমাদের প্রস্তুত করতে হবে।’
‘আমাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচটি ভারতের বিপক্ষে। খেলোয়াড়রা বাংলাদেশকে গর্বিত করতে চায়। ম্যাচে যাই ঘটুক না কেন সেরা ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে হবে।’