সাজিদা জেসমিন »
গতবছর ওয়ানডে বিশ্বকাপের পরে আর এই সংস্করণে মাঠে নামতে দেখা যায়নি প্রোটিয়া সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রোটিয়া দলের ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশিত হয়েছে। এতে দলে ফিরেছেন ডু প্লেসিস।
কুইন্টন ডি কক’কে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক প্লেসি দলে ফিরেছেন ৮মাস পর। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। ডুসেনও ফিরেছেন স্কোয়াডে। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন জর্জ লিন্ডে।
দলের অন্যতম স্পিনার শামস দলে থাকতে পারছেন না, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে হচ্ছে তাকে। তার বিপরীতে দলে ডাক পেয়েছেন লিন্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পারফরম্যান্সের দরুন দলে জায়গা পেয়েছেন হেনরিখ ক্লাসেন ও কাইল ভেরেন৷ দলে ফিরেছেন কেশব মহারাজ ও লুথো সিম্পালা। বাদ পড়েছেন মালান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক( অধিনায়ক এবং উইকেটকিপার), র্যাসি ফোন ডার ডুসেন, টেম্বা বাভুমা, কাইল ভেরেন, হেনরিখ ক্লাসের, ডেভিড মিলার, জন জন স্মাটস, অ্যান্ডিলে ফেহলুকাইয়ো, লুঙ্গি এনগিদি, লুথো সিম্পালা, বিরান হেনড্রিকস, অ্যানরিচ নর্টজে, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।