https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। লিডসে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
এবারের বিশ্বকাপে ইতোমধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে ভারতের অবস্থান দুইয়ে। তাই আজকের ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে টেবিলের শীর্ষে উঠে যাবে ভারত।
অন্যদিকে শ্রীলঙ্কার সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। তাই আজকের ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা হিসেবেই রয়েছে শ্রীলঙ্কার।
দুই দলের একাদশ
ভারতঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কাঃ দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, অভিষেকে ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, ইসুরু উদানা, ধনঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, লাসিথ মালিঙ্গা।