ভারতের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেল উইন্ডিজের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ৩৪তম ম্যাচে ভারতের কাছে ১২৫ রানের বড় ব্যবধানে হেরে সেমি ফাইনালের স্বপ্ন ভঙ্গ হল উইন্ডিজের। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ভারত।

শুরুতে টস জিতে ব্যাট করতে নামা ভারতের ওপেনার রোহিত শর্মা টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে প্যাভিলিয়নের পথ ধরেন মাত্র ১৮ রান করেই। তিনে নামা কাপ্তান কোহলি অবশ্য ছিলেন দুর্দান্ত। ওপেনার লোকেশ রাহুলকে নিয়ে ধরে রাখেন রানের গতি। একপ্রান্তে ক্কোহলিকে রেখেই অপর প্রান্তের ব্যাটসম্যানরা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। একের পর এক বিদায় নেন লোকেশ রাহুল (৪৮), বিজয় শঙ্কর (১৪), কেদার যাদব (৭)। ৮২ বলে ৭২ রান করে জেসন হোল্ডারের বলে দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফিরেন কোহলিও। শেষের দিকে শুরু হয় ধোনি ম্যাজিক। অভিজ্ঞ এই উইকেটরক্ষক  ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াকে নিয়ে ডেথ ওভারে দলের সংগ্রহ বাড়িয়ে দিয়ে যান। পান্ডিয়া ৩৮ বলে ৪৬ এবং ধোনির ব্যাট থেকে আসে অপরাজিত ৫৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৬৮ রান।

উইন্ডিজের হয়ে কেমার রোচ ৩টি, কটরেল ২টি এবং হোল্ডার নেন ২টি উইকেট।

ভারতের দেয়া ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শামির গতির সামনে মাথা নত করেন উইন্ডিজের টপ অর্ডার দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও শাই হোপ। গেইল ৬ এবং হোপ ফিরেন ব্যক্তিগত ৫ রানে। এই বিপর্যয় কিছুটা সামাল দেন সুনিল অ্যামব্রিস ও নিকোলাস পুরান। দুজন মন্থর গতিতে ব্যাট চালিয়ে অ্যামব্রিস ফিরেন ৪০ বলে ৩১ রান করে। অপরপ্রান্তে থাকা পুরান ফিরেন ৫০ বলে ২৮ রান করে। শিমরন হেটমেয়ার কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও হন ব্যর্থ। উইন্ডিজের ৬ ব্যাটসম্যানই নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে ব্যর্থ হলে মাত্র ৩৪.৪ ওভারেই ১৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে দেখে ১২৫ রানের বিশাল ব্যবধানে।

বল হাতে ভারতের হয়ে শামি ১৬ রানে ৪টি, বুমরাহ ৯ রানে ২টি, চাহাল ৩৯ রানে ২টি এবং পান্ডিয়া ও কুলদিপ নেন ১টি করে উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »