ভারতকে সতর্কবার্তা দিয়ে রাখলেন পিটারসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রায় অর্ধেক শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়ার মত দলকে তাদের মাটিতে হারিয়েছে ভারত। এই সিরিজ শেষে তাদের যেন আনন্দের শেষ নেই। তবে দুই সপ্তাহ পরেই ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের কঠিন পরীক্ষার নেয়ার আসল দল তারাই বলে আগে ভাগেই সতর্ক করেছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন।

ভারতের ঐতিহাসিক জয়ের পরে সবাই প্রশংসার জলে ভেজাচ্ছে অজিঙ্কা রাহানে-ঋষভ পান্তদেরকে। ভারতকে শুভেচ্ছা জানাতে ভুলেননি পিটারসনও।

পিটারসন তাঁর টুইট বার্তায় লিখেন, ‘ভারত-এই ঐতিহাসিক জয় উদযাপন করো। কারণ এই অর্জন অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে এসেছে। যাই হোক, আসল দল তো কয়েক সপ্তাহ পরেই আসবে। তাদেরকে ঘরের মাঠে হারাতে হবে তোমাদের। সাবধান, আগামী দুই সপ্তাহ উদযাপনে সতর্ক থাকো।’

উল্লেখ্য ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সিরিজে চার ম্যাচের টেস্টের প্রথম দুইটি হবে চেন্নাইয়ে। টেস্ট সিরিজের ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ভারত।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »