নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জয় পেয়েছে লিটন দাসের সারে জাগুয়ার্স। মিসইসাউগা প্যান্থার্সকে ৮ উইকেটে হারিয়ে লিটনের দল। এদিন ব্যাট হাতে লিটন ব্যর্থ হলেও কিপিং গ্লাভস হাতে ছিলেন দুর্দান্ত।
ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে টস জিতে মিসইসাউগাকে ব্যাটিংয়ে পাঠান সারের অধিনায়ক ইফতিখার। ১৪.৮ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় মিসইসাউগা। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে শোয়েব মালিককে দুর্দান্ত এক স্টাম্পিং করেন লিটন। আইয়ান খানের করা বল খেলতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেন শোয়েব। খিপ্রগতিতে উইকেট ভেঙ্গে দারুণ দক্ষতার পরিচয় দেন লিটন।
নবম ওভারে শেষ বলে উসমান কাদিরকে রান আউট করেন লিটন। স্ট্যাম্পের অনেক বাইরে থ্রো করা বল তালুবন্দি করে ডাইভ দিয়ে স্টাম্প ভাঙ্গেন লিটন।
৫৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে জতিন্দর সিংয়ের উইকেট হারায় সারে জাগুয়ার্স। তিনে নামা লিটন দুই চারে ১৩ বলে ১০ রান করে আউট হন। ৯ ওভারে ২ উইকেট ৫৯ রান তুলে জয় নিশ্চিত করে সারে জাগুয়ার্স
স্কোর: মিসইসাউগা প্যান্থার্স ৫৬ (১৪.৩ ওভার) (শ্রিয়াশ ১৪, নিখিল ১০, লামিচানে ৩/৬, ইফতিখার ২/১৩, ফ্রড ২/৬)
সারে জাগুয়ার্স ৫৯/২ (৯ ওভার) (হারিস ৩৭*, লিটন ১০, ইফতিখার ৮*, কাদির ১/২১, পারভেজ ১/২০)