https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যে আমুল পরিবর্তন আসছে সেটার আভাস পাওয়া গিয়েছিল বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স দেখেই। হঠাত করেই বরখাস্ত করা হয় হেড কোচ স্টিভ রোডসকে। এছাড়া পেস ও স্পিন বোলিং কোচের সাথে চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। ফলে ঝুলে ছিল ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির ভাগ্যও। তবে সব শঙ্কা কাটিয়ে শনিবার বোর্ড সভা শেষে আসল নতুন এক ঘোষণা। ম্যাকেঞ্জির সাথে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি।
বোর্ডের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণা আসার পর স্বভাবতই জানা যাচ্ছে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সাকিব-তামিমদের ব্যাটিং গুরু হিসেবে থাকছেন ম্যাকেঞ্জি।
এদিকে নতুন পেস বোলিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্টকে। তাছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ডেনিয়েল ভেট্টোরিকে।
তবে হেড কোচ কে হচ্ছেন সেটা নিয়ে এখনও কোনো কিছুই জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।