দুর্জয় দাশ গুপ্ত »
বেশ কিছুদিন ধরে পিঠের ইনজুরি নিয়ে আলোচনায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। কখনো তাঁর কোমড়ে বা পিঠে আবার কখনো হাতের কব্জিতে ফিরে আসছে পুরনো ব্যথা। বেশ কয়েক বছর ধরেই পুরনো এই ইনজুরি নিয়ে খেলছেন তামিম।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ওপেনার তামিমকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অনিশ্চিতার দেখা দিয়েছে। দিন কয়েক আগেই খবর আসে তামিমের সেই পুরনো ইনজুরি থেকে পরিত্রাণ পেতে হলে তাকে অস্ত্রোপচার করাতে হবে। সেক্ষেত্রে ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের কাপ্তানকে। কিন্তু অপারেশনের বিকল্প হিসেবে ইনজেকশন নিয়েও ৩-৪ মাসের জন্য খেলা চালিয়ে যেতে পারবেন তামিম এ খবরে স্বস্তি পেয়েছিলো গোটা বাংলাদেশের মানুষ।
এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তামিম। লন্ডনে চিকিৎসকরা তামিমের শরীরে ৩টা ইনজেকশন পুশ করেছেন যেটার জন্য আগামী ৩-৪ মাস অপারেশন ছাড়াও খেলতে পারবেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তবে ইনজেকশনের কারণে আগামী ৭ থেকে ৮ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তামিমকে। বিশ্রাম শেষে বোঝা যাবে ইনজেকশন ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ শুরু করে তবে তখন অনুশীলনে ফিরতে পারবেন তিনি। যদি তখনো ব্যথা অনুভব করেন তাহলে পুনরায় ইনজেকশন নিতে হবে তাকে।
লন্ডন থেকে খুব শীঘ্রই দেশে ফিরবেন তামিম। দেশে ফিরে সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। যদি তামিম ফিরেন তবে এশিয়া কাপ ও বিশ্বকাপে তিনিই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন।