বোনকে হারানোর ব্যথা বুকে নিয়ে বিশ্বকাপ জিতলেন আকবর!

সাজিদা জেসমিন »

রুদ্ধশ্বাস এক ম্যাচে গতকাল শিরোপা জিতেছে বাংলাদেশ যুবারা। আর তার মাঝে অন্যতম এক নাম আকবর আলী। যুব দলকে নেতৃত্ব দানের পাশাপাশি নিজেও মাঠ থেকে লড়াই করে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন। তার নেতৃত্বেই এলো বাংলাদেশের হাতে প্রথম আন্তর্জাতিক শিরোপা।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গতকাল ৪বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে যুবারা। যে ম্যাচে আকবর আলীর করা ৪৩ রান যেন গতকালের ম্যাচে সেঞ্চুরি থেকেও বেশি ছিলো। দুর্দান্ত কম্বিনেশনে গতকাল পরিচালনা করেছিলেন তিনি।

বাইশ গজের সাথে তার সম্পর্ক পুরোনো। জন্ম রংপুর মহানগরীর পশ্চিম জুম্মাপাড়া এলাকায়। সেখানকার মোস্তফা-সাহিদা দম্পতির ছেলে আকবর৷ ছোট থেকেই ছিলেন ক্রিকেট পাগল। দুরন্ত বয়স পাড় করেছেন মাঠে মাঠে দাপিয়ে বেড়িয়ে।

দক্ষিণ আফ্রিকায় তার নেতৃত্বে টানা ২ম্যাচ জয়ের পর যখন দল জয়ের আনন্দে উচ্ছ্বসিত, তখনি এক দুঃস্বপ্ন এসে বড় আঘাত হানে আকবর আলীর মনে। সন্তান জন্মদানের সময় মারা গেছেন একমাত্র বোন খাদিজা।

একদিকে বোন হারানোর ব্যথা, অপরদিকে ২দিন পরই আছে ম্যাচ। তখন দোটানায় পড়া আকবর আলী ভেঙে পড়ার বদলে শক্ত হাতে ধরেছিলেন নেতৃত্বের মশাল। কেননা তার কাঁধে যে রয়েছে লাল-সবুজের মান রক্ষার গুরু দায়িত্ব।

৪ ভাই-বোনের মধ্যে বোন আকবর আলীর বড়। আর একমাত্র বোনকে হারানোর ব্যথা যেন আরো উদ্দমি করে তুলেছিলো আকবরকে নিজের দায়িত্বের প্রতি। আর সেই দায়িত্ববোধ থেকেই সতীর্থদের সাথে নিয়ে লাল-সবুজের পতাকাকে বিশ্ববাসীর কাছে উঁচু করে তুলে ধরেন। দেশকে এনে দেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »