সাকিব শাওন »
বেন ডাঙ্ক অস্টেলিয়ার একজন মারকুটে ব্যাটসম্যান। এ্যারন ফিঞ্চ, ডেবিভ ওয়ার্নারদের থেকেও তিনি কম না যদিও জাতীয় দলের হয়ে তেমন কিছুই করে দেখাতে পারেন নি তবে চলতি পিএসএলে সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন।
গেলো ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৪০ বলে ৯৯ রানের এক ইনিংস খেলার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা বেন ডাঙ্ককের খেলায় মুগ্ধ হয়ে তাঁকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেন এবং তাঁকে পাকিস্তানের নাগিরকত্ব দেবার কথাও বলেন।
এবারের আসরে লাহোরের হয়ে মাঠ মাতাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে তিনি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত মোট ৫ টি টি২০ খেলেছেন এরপর আর মাঠে নামা হয়নি এই ব্যাটসম্যানের তবে সব লীগ গুলোই তিনি খেলে যাচ্ছেন।