https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরে এখন পর্যন্ত পরিত্যক্ত ম্যাচের সংখ্যা চারটি। বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে পয়েন্ট ভাগাভাগি করে অসন্তুষ্ট থাকছে শক্তিশালী দলগুলো। শুধু তাই নয় দর্শকরা টিকিট কেটেও বঞ্চিত হচ্ছে ম্যাচ উপভোগ করতে। দূর দূরান্ত থেকে ছুটে যাওয়া দর্শকদের ফিরতে হচ্ছে খালি হাতেই।
আধুনিক এই যুগে এসে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হবার বিষয়টি খুব একটা ভালো ঠেকেনি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছে। নিজ দেশের উদাহরণ টেনে তিনি আইসিসিকে উদ্দেশ্য করে জানিয়ে দেন কলকাতার ইডেন গার্ডেন্সে সবসময় সব ম্যাচের জন্যই ব্যবহার করা হয়ে পুরো মাঠ ঢেকে ফেলার কভার। ফলে আউটফিল্ডে পর্যন্ত পানি জমে থাকার নেই কোনো সুযোগ। তাই বৃষ্টি শেষ হবার ১০ মিনিটের মধ্যেই সাধারণত শুরু হয়ে যায় ম্যাচ।
ইডেন গার্ডেন্সের মাঠ ঢাকার এই কভার অবশ্য আমদানি করা হয়েছে ইংল্যান্ড থেকেই। বিশ্বকাপের মত বড় আসরে এই কভার কেন ব্যবহার করছেন না একই দেশে হতে থাকা এই টুর্নামেন্টে এমন প্রশ্নও ছুঁড়ে দেন গাঙ্গুলি।
তিনি বলেন, ‘ইডেনে বৃষ্টি হলে যে কভারটি ব্যবহার করা হয় সেটি ইংল্যান্ড থেকেই আনা। তারা যদি এটা নিজ দেশে ব্যবহার করে থাওলে খরচ পড়বে অর্ধেকের মত আবার ট্যাক্সও লাগবে না। তাদের উচিত যেকোনোভাবে এটা ব্যবহার করা।’
‘ইডেনের ওই কভারটি সব ম্যাচের সময়ই ব্যবহার করা হয়ে থাকে। বৃষ্টি থামার দশ মিনিটের মধ্যেই তাই খেলা শুরু করা সম্ভব হয়। কভারটা বেশ পাতলা থাকায় স্থানান্তরের ক্ষেত্রেও খুব বেশি জনবল প্রয়োজন হয় না। ইডেন এবং লর্ডসে যে কভারটি ব্যবহার করা হয় (উইকেটের উপরে) সেটি দিয়ে আলো প্রবেশ করতে পারে বলে ঘাসের কোনো সমস্যা হয় না। ইংল্যান্ডের মত এমন বৃষ্টি ঝরা দেশে বিশ্বকাপের মত বড় আসরে এই ধরণের কভার রাখা উচিত।’- বলেন সৌরভ গাঙ্গুলি