বৃষ্টি আর উইকেট খরায় শেষ হল টাইগারদের তৃতীয় দিন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলছে শ্রীলঙ্কা ইমার্জিং দল ও বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও তৃতীয় দিনে এসে দেখা দিয়েছে কিছুটা হতাশা।

তৃতীয় দিনে ১০১ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা ইমার্জিং দল চতুর্থ দিনের শুরুটা দারুণ করে। আগের দিন অপরাজিত থাকা প্রমোদ মাদুওয়ান্তা ও আসেন বান্দারা মিলে হতাশ করেন বাংলাদেশী বোলারদের। তবে ব্যক্তিগত ৪০ রানে মাদুওয়ান্তাকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন তানভির ইসলাম। রামেশ মেন্ডিস সুবিদা করতে না পারলেও ক্রিজে তিকে রয়েছেন মাদুওয়ান্তা।

এদিকে লাঞ্চ বিরতিতে যাওয়ার পর ম্যাচ পরে বৃষ্টির মুখে। আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। সারাদিনে খেলা হয় মাত্র ৪৯ ওভার। আর দফায় দফায় বৃষ্টির হানার পর বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় দুই উইকেট নিয়েই। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯০ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »