নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমদিনে কর্মব্যস্ত দিন পার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার (১৪ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে তাকে ফুল দিয়ে বলন করে নেন বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা।
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। তিনি জানান দ্রুতই বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান তিনি। পাপন বলেন, ‘আমার ইচ্ছে হলো এখান (বিসিবি) থেকে বের হব, যতো দ্রুত সম্ভব বের হয়ে আসতে চাই। তবে এমন কিছু করব না যেটির কারণে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়। এখন এটি ছেড়ে দেওয়া ভালো। তবে এই পদে থাকতে আইনগত কোনো বাধা নেই।’
পাপন জানান বড় দায়িত্ব পাওয়া অন্যান্য খেলায় সময় দিতে হলে বিসিবিতে সময় দেয়া সম্ভব নয়। তাইতো বিসিবিরন দায়িত্ব ছাড়তে চান তিনি। পাপন বলেন, ‘এখন আরও বড় দায়িত্ব পেয়েছি। সব খেলাই এখন আমাকে সমান চোখে দেখতে হবে এবং মনোযোগী হতে হবে। সেজন্য বিসিবির সভাপতি হিসেবে সেখানে যে সময় দিতে হবে সে সময় দিতে পারব না। তাই আমার সরে আসাই উচিৎ।’
পরবর্তী বিসিবি সভাপতি নির্বাচন নিয়ে পাপন বলেন, ‘এখানে তো একটি প্রক্রিয়া আছে। এর মধ্যে একটি হলো আমাদের যে মেয়াদ, সেটি সামনের বছর শেষ হবে। এই মেয়াদের পর আমি যদি না দাঁড়াই তাহলে তো শেষ। নতুন যারা আসবে তারা তাদের মতো বোর্ড ও সভাপতি বানাবে। এটি খুবই সহজ প্রক্রিয়া। প্রথমে কাউকে কাউন্সিলর হতে হবে, তারপর তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিতদের মধ্যে থেকেই বোর্ডে যারা থাকবেন তার নির্ধারণ করবেন কে সভাপতি হবে। এখানে সরকারের বা বাইরের কারও প্রভাব থাকবে না।’
নিউজক্রিকেট২৪/আরএ