নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সমালোচিত ও আলোচিত এক কোচের নাম হচ্ছে চন্ডিকা হাতুরেসিংহে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিতর্কিত কোচ এই হাতুরেসিংহে। সিনিয়র ক্রিকেটারদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন এই লংকান কোচ। আর এতেই সৃষ্টি হয় বিতর্ক। আর অতিরিক্ত কড়া হেড মাস্টার ট্যাগ তার নামের সাথে জুটে যায়। আর কিছু না বলে বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে চলে যান এই লংকান। এমনকি নিজ দেশ শ্রীলংকা থেকে বিতাড়িত হয়েছেন।
এত বিতর্কের পরও বাংলাদেশ জাতীয় ক্রিকেট কোচ নিয়োগের শর্টলিস্টে রয়েছে তার নাম এমন নামটি জানা গিয়েছিল। এতে অনেক সমালোচনা হচ্ছিলো যে এত বিতর্কের পরও এই কোচকে কেন আনবে বিসিবি? যার সাথে রয়েছে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব। কারণ এবার নিয়োগ পেলেও সেই সিনিয়র ক্রিকেটারদের সাথে কাজ করতে হবে। তাহলে কেন বিসিবি এই হাতুরেসিংহেকে নিয়ে আসতে আগ্রহী?
তবে কোচ নিয়োগে বিসিবির সকল কর্মকর্তারা যেন গোপন করে রেখেছে। বলতে গেলে তারা যেন মুখে তালা মেরে রেখেছে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ” আমাদের শর্টলিস্টে আছেন তিনজন। একজন রাসেল ডমিঙ্গো, আর বাকি দুজন অষ্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের।” তবে দেশের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালকে মাহবুব আনাম বলেছেন, ” বিসিবির পছন্দের তালিকায় নেই হাতুড়েসিংহে।” তবে ভেতরের খবর হচ্ছে বিসিবি নাকি হাতুরেসিংহের সাথে চুক্তিতে যাবে না কারণ সিনিয়রদের সাথে টানাপোড়েনে বিসিবি হাতুরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে।
যেহেতু সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ভালো নেই চন্ডিকা হাতুরেসিংহের সাথে। আর এখন নিয়োগ দিলে তো সেই সিনিয়রদের সাথে কাজ করতে হবে। তাহলে বলাই যায় যে এই মুহূর্তে চন্ডিকা হাতুরেসিংহেকে আনলে ভালো কিছু বয়ে আনবে না তা বলাই যায়। আর হাতুরেসিংহেকে আনলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে টিম স্পিরিট আছে তাও নষ্ট হবে। আর তাই বিসিবি হাতুরেসিংহে তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। বিসিবি চাচ্ছে যে এই মুহূর্তে উপমহাদেশের বাইরে থেকে কাউকে আনতে। সেক্ষেত্রে এই মুহূর্তে নিউজিল্যান্ডের মাইক হেসন যে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না।