নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি বিশ্বকাপের ৩১তম এবং নিজেদের সপ্তম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে।
আজ সোমবার সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
আইসিসি’র প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে আফগানদের থেকে দুই ধাপ এগিয়ে অবস্থান করছে টাইগাররা। র্যাংকিংয়ে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে বাংলাদেশ। অন্যদিকে ৬২ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে আফগানিস্তান।
আর চলমান বিশ্বকাপে ছয় ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার ছয়ে। অন্যদিকে নিজেদের ছয় ম্যাচের সবকয়টিতে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আফগানিস্তান।