বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানালেন জাহানারা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর। সেই আসরের বাছাই পর্বের বাঁধা উৎরে তারপর খেলতে হবে মূল পর্বে। বিশ্বকাপের আসরকে কেন্দ্র করে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন জাহানারা।

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ড। বাছাই পর্বের বাঁধা পেরিয়ে মূল পর্বে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত দুইটি ম্যাচ জয়ের কথা ভাবছেন জাহানারা।

তিনি বলেন, ‘টি-২০ বিশ্বকাপে কিছু ম্যাচ জেতার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ভালো কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী। মূল পর্বে জায়গা করে নিতে আমরা আত্মবিশ্বাসী। চূড়ান্ত পররে অন্তত দুইটি ম্যাচ আওয়া জিততে চাই।’

‘বড় দলের বিপক্ষে জয় তুলে নিতে পারলে শীর্ষ আট দলের মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে। অষ্টম স্থানে যেতে পারলে আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। বেশি ম্যাচ খেলতে পারলে অভিজ্ঞ হতে পারবো আমরা। আমাদের লক্ষ্য টি-২০ বিশ্বকাপে ভালো করা।’– বলেন জাহানারা আলম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »