বিশ্বকাপ কেমন কাটলো উইন্ডিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল একটি দলের নাম ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দলে খেলেছে অনেক কিংবদন্তি ক্রিকেটার। ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, এমনকি বাংলাদেশ দলের সদস্য বিদায়ী বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অন্যতম। এছাড়া টি-টুয়েন্টির রোল মডেল খ্যাত দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যারা টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু সব অর্জন এবারের বিশ্বকাপের আগে মলিন হয়েছিলো আইসিসির নতুন নিয়মে।

আইসিসির নতুন নিয়ম ছিলো র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপ। আর বাকিদের বাছাইপর্ব খেলতে আসতে হবে। এমন নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে ওয়েস্ট ইন্ডিজ চলে যায় ৯ নম্বরে। যার ফলশ্রুতিতে ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলে আসতে হয়।

তবে এবারের ঊইন্ডিজদের নিয়ে প্রত্যাশা ছিলো ৫০-৫০। কারণ উইন্ডিজ একটি আনপ্রেডিক্টেবল একটি দল। কখন কি করে তা বলা যায় না। তবে এবার দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপ কেমন কাটলো ওয়েস্ট ইন্ডিজের;

ম্যাচ: ৯
জয়: ২
হার: ৬
কোনো ফলাফল হয়নি: ১

দলীয় সর্বোচ্চ: ৩২১/৮, বিপক্ষ বাংলাদেশ, (১৭ই জুন ২০১৯, টনটন);
দলীয় সর্বনিম্ন: ১৪৩/১০, বিপক্ষ ভারত, (২৭ জুন ২০১৯, ম্যানচেস্টার);

ম্যাচ সমষ্টি:
সর্বোচ্চ: ৬৫৩, বিপক্ষ শ্রীলঙ্কা (০১ জুলাই ২০১৯, চেষ্টার লি স্ট্রিট);
উইকেট: ১৫, ওভার: ১০০;

সর্বনিম্ন: ২৯, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১০ জুন ২০১৯, সাউদাম্পটন);
উইকেট: ২, ওভার: ৭.৩; লক্ষ্যণীয় এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সর্বোচ্চ জয়:
রান: ২৩ রানে, বিপক্ষ আফগানিস্তান (০৪ জুলাই ২০১৯, লিডস);
উইকেট: ৭ উইকেটে, বিপক্ষ পাকিস্তান (৩১ মে ২০১৯, নটিংহ্যাম);

সর্বোচ্চ অতিরিক্ত রান: ২৭, বিপক্ষ শ্রীলঙ্কা (০১ জুলাই ২০১৯, চেষ্টার লি স্ট্রিট);

ওয়েস্ট ইন্ডিজ দলে এবার সেরা ব্যাটসম্যান ছিলেন নিকোলাস পুরান। দেখে নেয়া যাক তার পারফরম্যান্স;
ম্যাচ: ৯
ইনিংস: ৮
অপরাজিত: ১
রান: ৩৬৭
সর্বোচ্চ: ১১৮
গড়: ৫২.৪২
স্ট্রাইক রেট: ১০০.২৭
হাফ সেঞ্চুরি: ২
সেঞ্চুরি: ১
বাউন্ডারি: ৩৩
ওভার বাউন্ডারি: ১০।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনে এবারের সেরা‌ বোলার ছিলেন শেলডন কটরেল। আসুন দেখে নেই তার পারফরম্যান্স;
ম্যাচ: ৯
ইনিংস: ৯
ওভার: ৬৭
মেইডেন: ২
রান: ৩৯২
উইকেট: ১২
গড়: ৩২.৬৬
ইকোনমি: ৫.৮৫
স্ট্রাইক রেট: ৩৩.৫
সেরা বোলিং: ৪/৫৬

ওয়েস্ট ইন্ডিজের কাছে এবারে সকলের প্রত্যাশা তেমন ছিলো না। আর ওয়েস্ট ইন্ডিজরা তেমন দুর্দান্ত কিছু করে দেখাতে পারে নি। ওয়েস্ট ইন্ডিজরা এবার ৯ নম্বর পজিশনে থেকে বিশ্বকাপ শেষ করেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ আবারো নতুন করে ফিরে আসবে দূর্দান্তভাবে সেই প্রত্যাশা করি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »