নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ- ২০১৯ শেষ হয়ে গিয়েছে অনেকদিন হয়ে গিয়েছে। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে ইংল্যান্ড। তবে ২০১৫ সালের মতো ২০১৯ সালের বিশ্বকাপেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নিউজিল্যান্ডকে।
তবে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে অষ্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি কিউইরা। তবে ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তবে নিউজিল্যান্ডের এত কাছে গিয়ে শিরোপা না পাওয়ায় হতাশা অনেকদিন থাকবে বিশেষ করে শেষ ওভারে যে উইকেট বাঁচাতে ডাইভ দিয়েছিলেন বেন স্টোকস তবে মিড উইকেট থেকে কথা থ্রো থেকে স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। আর যোগ হয় অতিরিক্ত ছয় রান। এ নিয়ে এখনো কম বিতর্ক হয় না। প্রতিনিয়ত চলে আম্পায়ারের ভুল ইচ্ছেকৃত ছিলো। আবার শোনা যায় বেন স্টোকস এ রান দিয়ে আম্পায়ারকে নিষেধ করেছিলেন। তবে এ নিয়ে এতদিন স্টোকস ছিলেন নিশ্চুপ। এব্যাপারে এবার তিনি নিজেই মুখ খুললেন তিনি বলেছেন, ” আমি সেসময় সব দেখেছি তবে ভাবছিলাম বলবো কিনা কিন্তু আমি আম্পায়ারের কাছে যাই নি এবং বলিনি। আমি রাদামেল কাছে গিয়ে বলেছি, বন্ধ আমি দুঃখিত।”