বিশ্বকাপে মুশফিকের সেই রানআউট নিয়ে কি বলছেন ডোমিঙ্গো?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কেন উইলিয়ামসনের একটি রান আউট মিস করেছিলেন মুশফিকুর রহিম। ম্যাচের পার্থক্য অবশ্য গড়ে দিয়েছিল সেই রানআউটই। মাঝারী সংগ্রহ নিয়ে কিউইদের হয়তো ম্যাচটি হারিয়েই দিতে পারতো টাইগাররা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি।

ক্রিকেটে এমন ভুল এলারই অংশ। তবে এটা অনেকেই হয়তো মেনে নিতে পারেননা। কেননা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার পর এমন কাজ যে দৃষ্টিকটুই বটে। বাংলাদেশ দলের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো কীভাবে দেখছেন মুশফিকের সেই রান আউট মিস করাকে?

ডোমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের রান আউটটার কথা আপনি চিন্তা করেন। কতটা পার্থক গড়ে দিয়েছিল ম্যাচের ফলাফলে। বাংলাদেশকে কীভাবে ভুগিয়েছিল! আন্তর্জাতিক ক্রিকেটে সূক্ষ্ম বিষয়গুলোই জয়-পড়াজয়ের পার্থক্য করে দেয়।’

‘আমার মতে বিশ্বে আরও একটি পরাশক্তি হওয়ার খুব কাছেই রয়েছে দলটি। নিজেদের দিনে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। সেটা থেকে খুব বেশি দূরে আছে বলে আমার মনে হয় না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »