বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য চান হাসারাঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফলাফল করতে ব্যাটারদের ভালো করার তাগিদ জানালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ব্যর্থ হচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। অপরদিকে বোলাররা আছেন দারুণ ফর্মে। ফলে ভারসাম্য আনতে ব্যাটারদের আরো এগিয়ে আসতে বললেন হাসারাঙ্গা।

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি দশ উইকেটে জিতলেও পরেরটি জিতেছে তিন উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৩৩ রান খরচায় চার উইকেট নেন হাসারাঙ্গা। ম্যাচ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন হাসারাঙ্গা।

তিনি বলেন,”আমাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দুর্বল। এই মুহূর্তে ওরা ফর্মে নেই। আমাদের এটা মেনে নিতে হবে। আমাদের লক্ষ্য বিশ্বকাপ। ব্যাটিংয়ে আমরা যদি আরও দশভাগ ভালো করি, তাহলেও সামনের ম্যাচে আমরা ভালো অবস্থানে থাকব। শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিং খুব বাজে ছিল। আমাদের ব্যাটিং এবং বোলিং একই লেভেলে (পর্যায়ে) থাকতে হবে। বোলিংয়ে আমরা বেশ ভালো করছি। এরকম ক্লোজ ম্যাচে আমরা যখন ১২৫ রান ডিফেন্ড করছি, এর মানে হচ্ছে আমাদের বোলিং খুব ভালো। অক্টোবর পর্যন্ত আমরা আরও কিছু ম্যাচ খেলব এবং আরও ভালো অবস্থানে যাবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »