বিশ্বকাপে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন স্কোর ভারতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। একইসাথে চলমান বিশ্বকাপে লজ্জার রেকর্ডও গড়লো বিরাট কোহলির দল।

প্রথম পাওয়ারপ্লেতে সর্বনিম্ন স্কোর করল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে ভারত। এই ম্যাচেই গতকাল মঙ্গলবার ২০১৯ বিশ্বকাপের প্রথম পাওয়ারপ্লেতে সর্বনিন্ম রানের রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড।

প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলেছিল কিউইরা৷ আজ তাদের চেয়ে ৩ রান কম করে লজ্জার রেকর্ডটি নিজেদের করে নিল ভারত।

২৪০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই কিউই পেসারদের সামনে অস্বস্তিতে পড়েন ভারতের ব্যাটসম্যানরা৷ ম্যানচেস্টারে মেঘাচ্ছন্ন পরিবেশে দারুণ বোলিং করেন নিউজিল্যান্ডের দুই পেসার৷ ট্রেন্ট বোল্ট ও ম্যাট হ্যানরির নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে হাত খুলে খেলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা৷

প্রথম স্পেলে ৫ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১৩ রান দিয়ে তিনটি (রোহিত-রাহুল-কার্তিক) উইকেট নিয়েছেন ম্যাট হ্যানরি৷ অন্য প্রান্তে দারুণ বোলিং করেন ট্রেন্ট বোল্টও৷ নিজের প্রথম স্পেলে ৫ ওভারে দুইটি মেডেন-সহ মাত্র ৯ রান খরচ করে বিরাট কোহলির উইকেট তুলে নেন বোল্ট৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »