https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ইতিহাসে সেমি ফাইনালে খেলা সবচেয়ে সফল দল তো অষ্ট্রেলিয়া। এখন যদি আপনাকে এর বিপরীত প্রশ্ন করা হয় বিশ্বকাপের ইতিহাসে সেমি ফাইনালে খেলা সবচেয়ে ব্যর্থ দল কে? উত্তরটা সহজ। উত্তরটা নিউজিল্যান্ড। এই পর্যন্ত বিশ্বকাপে ৭ বার সেমি ফাইনাল খেলেছে আর জয় পেয়েছে ১ বার আর বাকি ৬ বারই হার নিয়ে ফিরতে হয়েছে কিউইদের। আর ১টি যে জয় সেটি এসেছে ২০১৫ বিশ্বকাপে। আসুন দেখে নেয়া যাক বিশ্বকাপে সেমি ফাইনালে নিউজিল্যান্ডের রেকর্ড:
১৯৭৫: প্রথম বিশ্বকাপে সেমিতে খেলে কিউইরা। তবে জয় পায় নি। ওয়েষ্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে যায় নিউজিল্যান্ড।
১৯৭৯: দ্বিতীয় বিশ্বকাপেও সেমি ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করে তবে আগেরবারের মতো এবারো ভাগ্য সহায় হলো না নিউজিল্যান্ডের। এবার ইংলিশদের কাছে হেরে বিদায় নেয় কিউইরা।
১৯৯২: এই বিশ্বকাপ নিউজিল্যান্ডের ঘরের মাটিতে অনুষ্ঠিত হয়। সেই বিশ্বকাপেও কিউইরা সুবিধা করতে পারেনি। পাকিস্তানের কাছে হেরে যায় ৪ উইকেটে।
২০০৭: এই বিশ্বকাপে নিউজিল্যান্ড সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে সেমিতে হেরে যায় শ্রীলঙ্কার সঙ্গে ৮১ রানের বিশাল ব্যবধানে।
২০১১: ২০০৭ এর ধারাবাহিকতায় ২০১১ এর বিশ্বকাপেও শ্রীলঙ্কার সঙ্গে সেমি ফাইনালে খেলে নিউজিল্যান্ড। আগেরবারের মতো এবারো লঙ্কানদের কাছে হারে ৫ উইকেটে।
২০১৫: এই বিশ্বকাপ নিউজিল্যান্ডের ঘরের মাটিতে অনুষ্ঠিত হয়। এবার সেমি ফাইনালে উঠে হারার গেরোটা ভাঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিতে খেলে নিউজিল্যান্ড। এবার ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
নিউজিল্যান্ড হয়তো পুরোপুরি সফল না বিশ্বকাপের সেমি ফাইনালে। তবে নিউজিল্যান্ডের প্রবল সম্ভাবনা আছে বিশ্বকাপের ফাইনালে খেলার। তাই নিউজিল্যান্ডও কাউকে ছেড়ে কথা বলবে না।