বিশ্বকাপে এমন দল চাই’না, যারা আসবে হারবে আর চলে যাবে : ক্লাইভ লয়েড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টানা দুবার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ক্লাইভ লয়েড বলেছেন, বিশ্বকাপে এমন দল চাই’না, যারা আসবে হারবে, আর চলে যাবে। উইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার আশির দশকে অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। তিনি আরো বলেন, আমি চাই বিশ্বকাপে তারাই অংশ নিক, যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

ইংল্যান্ড এন্ড ওয়ালসে চলমান বিশ্বকাপে ধারাভাষ্য দেয়া ক্লাইভ লয়েড বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ক্রিকেট অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবার ইংল্যান্ডে তো সব ম্যাচেই হাউসফুল। দর্শকে টইটম্বুর। সমর্কদের উচ্ছ্বাসই প্রমাণ করে ক্রিকেট দিন দিন জনপ্রিয় হচ্ছে। আমি তো চাইব, ক্রিকেট খেলার জনপ্রিয়তা আরও বাড়ুক। আরও বেশি দল আসুক বিশ্বকাপ খেলতে। কিন্তু বিশ্বকাপে এমন দল চাই না, যারা আসবে, হারবে আর চলে যাবে।

এদিকে ক্যারিবীয় সাবেক তারকা ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস বলেছেন, ১৯৭৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজ এবার আবার চ্যাম্পিয়ন হবে।

তার সাথে সুর মিলিয়ে ক্লাইভ লয়েড বলেন, ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে, এটি তো মানতেই হবে। তবে চ্যাম্পিয়ন হবেই, এ কথা আমি ভিভের মতো জোর দিয়ে বলতে পারছি না। আগে দলটা সেমিফাইনালে উঠুক। তারপর দেখা যাবে শেষ দুটো ম্যাচে কারা জিতে জেতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »