বিশ্বকাপে আমার ‘ডেঞ্জার ম্যান’ সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞতার দিক দিয়ে মাশরাফি বিন মুর্তজার নামের পাশে রয়েছে সাকিব আল হাসানের নামটাও। বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশের তুরুপের তাস হয়ে থাকেন প্রতি ম্যাচেই। এবারের বিশ্যকাপেও এর ব্যত্যয় ঘটবে না বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।

বিশ্বকাপে বাংলাদেশের ডেঞ্জার ম্যান হিসেবে সাকিবকে আখ্যা দেয়ার পাশপাশি সাকিবের সক্ষমতারও প্রশংসা করেন পন্টিং।

তিনি বলেন, ‘বিশ্বকাপে আমার ডেঞ্জার ম্যান সাকিব আল হাসান। মিডল অর্ডার এই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে ভিন্ন ভিন্ন জায়গায় রান করে আসছেন। বোলার হিসেবেও বেশ চতুর সাকিব। বড় টার্ন করানো স্পিনার না হলেও তার বোলিংয়ে বৈচিত্র রয়েছে। দেখতেও বেশ আগ্রাসী মনে হয় তাকে। সাধারণ স্পিনাররা রান আটকানোর চেষ্টা করলেও সাকিব সব সময় উইকেট নেয়ার চেষ্টা করে।’

বিভিন্ন গদেশের ঘরোয়া আসরের উদাহরণ টেনে পন্টিং আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বিগ ব্যাশ কিংবা আইপিএলেও খেলছে ৬-৭ বছর ধরে বাংলাদেশ দলের দিকে তাকালে অবশ্যই সাকিব এবং তামিম ইকবালের দিকে তাকাতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »