https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিচার করতে গেলে হয়তো সমীকরণ মেলানোটা কঠিন হবে বেশ। কেননা অন্তত সেমি ফাইনাল খেলার স্বপ্ন বুকে লালিত করেই ইংল্যান্ড পাড়ি জমিয়েছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে টাইগাররা জয়ের মুখ দেখেছে কেবল ৩টি ম্যাচে। ফলে সেমি ফাইনালে যাওয়া হয়নি তো বটেই টুর্নামেন্ট শেষ করেছে দশ দলের মধ্যে অষ্টম স্থানে থেকে।
আংলাদেশ দলের ম্যাচ হারের পেছনে অন্যতম কারন ছিল দুর্বল ফিল্ডিং। কখনও তামিম-সাব্বিরের ক্যাচ মিস আবার কখনও মুশফিকুর রহিমের রান আউট মিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ রান আউট মিস করে বেশ সমালোচনাও শুনতে হয়েছে। এতদিন এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে মুখ খুলেছেন মুশফিক।
দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘খারাপ লাগাটাই স্বাভাবিক। ক্রুশেয়াল মোমেন্ট ছিল। নুজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ওই রান আউট হয়ে গেলে আমরা জিতে যেতাম অনেকেই এমনটা ভেবেছিল। কিন্তু ওই রানআউট হলে টম লাথাম বা অন্য কেউ ঝড় তুললেই হয়ে যেত।’
‘শুধু রান আউট না হওয়ায় আমরা হারিনি। আমরা ৩০ রান কম করেছিলাম। আমি নিজেও রান আউট না হলে, মিঠুন আউট না হলে সেট হয়ে যেত। অথবা সাকিব আর একটু টিকে গেলে ২০-৩০ রান হয়ে যেত।’– বলেন মুশফিক