https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
২০২৩ সালের ভারত বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে ২০২৩ সালের ১৪ আগস্ট থেকে। তবে বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি থাকলেও সেটার প্রস্তুতি বেশ আগেভাগেই শুরু করে দিয়েছে আইসিসি।
বিশ্বকাপে খেলার জন্য নিচের সারির দেশগুলোর সুযোগ বেড়ে যাচ্ছে আইসিসির উদ্যোগে। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ৭টি দলের মধ্যে হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে ২১টি তিন জাতির সিরিজে অংশ নেয়া সাতটি দল হল- আমেরিকা, সৌদি আরব, স্কটল্যান্ড, নেপাল, পাপুয়া নিউগিনি, ওমান এবং নামিবিয়া।
১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই পর্বে প্রতিটি ম্যাচের জন্য দুই পয়েন্ট পাবে প্রতিটি দল। টেবিলের শীর্ষে থাকা ৩টি দল ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি তিনটি দল খেলতে হবে বিশ্বকাপের কোয়ালিফায়ার প্লে অফে। যেখানে লিগ ‘এ’তে মোকাবেলা করতে হবে মালয়েশিয়া, ডেনমার্ক, কানাডা, ভানুয়াটু এবং সিঙ্গাপুরের মত দলগুলো।
অন্যদিকে লিগ ‘বি’তে মোকাবেলা করতে হবে হংকং, বারমুডা, কেনিয়া, উগান্ডা, ইতালি ও জার্সি।