নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপতো দূরের কথা পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতেই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে টাইগারদের। দলের পারফরম্যান্স এতোটাই বাজে ছিল যে, নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারতে হয় টিম টাইগার্সকে। সবমিলিয়ে বলাই যায়, ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে এবার নিউজিল্যান্ড টেস্ট নিয়ে প্রস্তুত হচ্ছে টাইগাররা। তবে তার আগে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া। বিশ্বকাপ ব্যর্থতার বড় দায় পড়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’