বিশ্বকাপের ব্যর্থ বাংলাদেশ প্রাইজমানি পাবে কোটি টাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসা বাংলাদেশ দলের পুরো আসরটা কাটছে ভয়ংকর দুঃস্বপ্নের মতো।বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু টানা ছয় ম্যাচে পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করলেও এরপর আর জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি সাকিব বাহিনী।

টানা ৬ ম্যাচ হেরে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।আর তাই টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার।ফলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে পরের বিশ্বকাপে চোখ রেখে ফিরতে হবে ঘরের মাটিতে।

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বাজলেও একেবারে খালি হাতে দেশে ফিরতে হবে না সাকিবদের।ফেরার আগে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে কিছু টাকাও সঙ্গে নিয়ে আসবে দলটি।

বাংলাদেশ প্রথম রাউন্ডে খেলার জন্য পাবে ১ কোটি ১০ লাখ টাকার বেশি। আর এখন পর্যন্ত এক জয়ের কারণে সেই পরিমাণ দেড় কোটির বেশি হবে। এখনও আরও দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে একটিতে জিততে পারলে সাকিবের দল মোট পাবে প্রায় ২ কোটি টাকা। আর দুটিতেই জিতলে সেই অংক গিয়ে দাঁড়াবে প্রায় আড়াই কোটি টাকাতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »