মারুফ ইসলাম ইফতি »
ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন তিনি।বিশ্বকাপের ফাইনালে তার অতিমানবীয় পারফরম্যান্সে সোনালী ট্রফি ঘরে তুলেছিল ইংলিশরা।বলছি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের কথা।
বিশ্বকাপ ফাইনালের নায়ক স্টোকস সুপার ওভার খেলতে নামার আগে ধুমপান করেছিলেন।মুলত বড় ম্যাচের এই চাপ সামলাতে না পেরে সুপার ওভারে ব্যাট হাতে নামার আগে ড্রেসিংরুমের এককোনায় গিয়ে ধুমপান করে চাপ মুক্ত হয়েছিলেম স্টোকস।
সম্প্রতি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের ১ বছর পূর্তিতে, স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রার বিভিন্ন অজানা গল্প নিয়ে লেখা হয়েছে মরগ্যানস ম্যান: “দ্যা ইনসাইড স্টোরি অব ইংল্যান্ড রাইজ ফ্রম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হিউমিলেশন টু গ্লোরি” নামক বই
সেই বইয়ে লেখক তুলে এনেছেন ইংলিশদের বিশ্বকাপ মিশনের অজানা অনেক গল্প।আর সেই অজানা গল্প গুলোর একটি বেন স্টোকসের চাপমুক্তির জন্য ধুমপান এবং চাপকে জয় করে ট্রফি জয়ের গল্প।অজানা এই ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে লেখক লিখেনঃ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনাকর মুহুর্ত! দর্শকে পরিপূর্ণ গ্যালারি, মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুমের সিঁড়ি হয়ে হলরুম পর্যন্ত টিভি ক্যামেরার উপস্থিতি।এত সব সিকিউরিটি মাঝে একটু ফাঁকা ও নীরব জায়গা বের করা বেশ কঠিন কাজই ছিলো। মাঠটা যেহেতু লর্ডস আর বেন স্টোকস লর্ডসে অনেক ম্যাচ খেলেছে। তাই লর্ডসের প্রতিটি আনাচে কানাচে জায়গা খুব ভাল করেই চেনা তার।
ইংলিশ কাপ্তান ‘ইয়ন মরগান যখন সুপার ওভারের আগে ড্রেসিংরুমে দলের সবাইকে নিয়ে আলোচনা করছিল, তখন হঠাৎ স্টোকস ড্রেসিংরুম থেকে বের হয়ে যায় ক্ষণিকের জন্য।মাথায় অকল্পনীয় একগাদা টেনশন ও চাপ নিয়ে ২ ঘণ্টা ২৭ মিনিট ব্যাটিং করে ফিরেছিল স্টোকস। পুরো শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট।হঠাৎ এই মুহুর্তে স্টোকস সরে গিয়ে কী করেছিল?
‘সে ইংল্যান্ডের ড্রেসিংরুমের পেছন দিকে, অ্যাটেন্ডেন্টের ছোট অফিসের পাশ দিয়ে, শাওয়ার রুমের কাছে চলে যায়। সেখানে সে একটি সিগারেট জ্বালিয়ে নিজের মতো করে কয়েক মিনিট সময় কাটায়।
ধুমপান করে আবারো ড্রেসিংরুমে ফিরে আসেন স্টোকস।এরপর ব্যাট হাতে আবারো বাইশ গজে ফিরে যান সুপার ওভারে প্রতিনিধিত্ব করতে।এরপরের গল্পটি সবারই জানা।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর/ইফতি মারুফ