বিবর্ণ সাকিবে হারলো বার্বাডোস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বল হাতে ৪ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট শূন্য। ব্যাট হাতে ৯ বলে মাত্র ৫ রান। এমন সাকিবকে শেষ কবে দেখা গেছে ক্যালেন্ডারের পাতা উল্টে খোঁজা বড় কষ্টসাধ্য। সাকিবের এই বিবর্ণ দিনে রংহীন ছিলো তার দল বার্বাডোস ট্রাইডেন্টসও।

ঘরের মাঠে টস জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেন এখনও পর্যন্ত অপরাজিত দল গায়ানা আ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম ওভার অধিনায়ক জেসন হোল্ডার ২ রান দেওয়ার পর বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে। প্রথম বলে চার দিয়ে শুরু করলেও ওভারে খরচ করেন মাত্র ৬ রান। তৃতীয় ওভারেই বোলারদের উপর চড়াও হন ব্রেন্ডন কিং। ২ ওভারে ৮ রান থেকে তৃতীয় ওভার শেষে রান সংখ্যা দাড়ায় ২৬। চতুর্থ ওভারে সাকিব এসে ৭ রান খরচ করেন৷ এর পর বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ পেলেও প্রথম পাওয়ার প্লেতে কোন উইকেটের পতন ঘটাতে পারেননি৷

১০ম ওভারে হিডেন ওয়ালশের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন চন্দ্রপল হেমরাজ। একই ওভারের শেষ বলে ফিফটির দেখা পান অপর ওপেনার ব্রেন্ডন কিং। ১০ ওভারে ৭৯ রান থেকে ১৫ ওভারে ১২০ এবং ২০ ওভারে ২১৮ রানে থামে গায়ানা। শেষ ৫ ওভারে স্কোর বোর্ডে রান তোলেন ৯৮! ঝড়ের শুরুটা করেন ১৬তম ওভারে সাকিব আল হাসানের এক ওভারে ২৯ রান নিয়ে এবং শেষ করেন হ্যারি জার্নি এর শেষ ওভারে ২৬রান নিয়ে।

মাঝে অধিনায়ক শোয়েব মালিক আউট হলেও রানের চাকা ছিলো সচল। ৭২ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন ওপেনার ব্রেন্ডন কিং।

২১৯ রানের জবাবে শুরু থেকেই মারমুখী খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন বার্বাডোসের ব্যাটসম্যানরা। ৫ম ওভারে চার্লস আউট হলে সাকিব আল হাসান নেমে ধীরে শুরু করে চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে চড়াও হতে দেননি গায়ানার অধিনায়ক শোয়েব মালিক। নিজের প্রথম ওভারেই হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরান সাকিব আল হাসানকে।

নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৮ রানে থামে বার্বাডোস। বার্বাডোসের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জনাথন কার্টার। রোমারিও শেপার্ড নেন ৩ উইকেট।

গায়ানার কাছে ৩০ রানে হেরে ফাইনালের পথে একধাপ পিছিয়ে গেলো বার্বাডোস৷ আগামী ১১ই অক্টোবর ভোর ৫টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই এ মাঠে নামবে সাকিবের দল।

সংক্ষিপ্ত স্কোরঃ
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ ২১৮/৩(২০)
ব্রেন্ডন কিং ১৩২(৭২), শোয়েব মালিক ৩২(১৯)।

হিডেন ওয়ালশ ৪-০-৪২-২, জেসন হোল্ডার ৪-০-৩৬-১।

বার্বাডোস ট্রাইডেন্টসঃ ১৮৮/৮(২০)
জনাথন কার্টার ৪৯(২৬), অ্যালেক্স হেলস ৩৬(১৯)।

রোমারিও শেপার্ড ৪-০-৫৯-৩, ইমরান তাহির ৪-০-১৩-২।

ফলঃ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩০ রানে জয়ী।
ম্যাচসেরাঃ ব্রেন্ডন কিং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »