“বিপ টেস্টে অধিকাংশ ক্রিকেটারই সফল”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। এ মৌসুমের জাতীয় লিগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হয়েছিলেন বিসিবি। বিসিবি সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় লিগ খেলতে হলে বিপ টেস্টে ১১ পেয়ে পাশ করতে হবে, গত মৌসুমে যা ছিলো ৯।

বিপ টেস্টের ফলাফল আজই প্রকাশ করা হয়েছে। যদিও কয়েকটি পরিচিত মুখ বিপ টেস্টে আটকে গেছেন। তবে ৯৬ ভাগ ক্রিকেটারই উত্তীর্ণ হয়েছেন বলে জানান, নির্বাচক হাবিবুল বাশার।
বাশারের ভাষ্যমতে, “বিপ টেস্ট আগের মৌসুমের মতো এই মৌসুমেও ছিলো। তবে এর মাপকাঠি গতবারের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। ঢাকার ফলাফল অনুযায়ী অধিকাংশ ক্রিকেটারই এতে সফল হয়েছেন। যা আমাদের দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক।”

কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিপ টেস্ট অকৃতকার্য হয়েছেন। তাহলে কি তারা এবারের জাতীয় লিগে মাঠ মাতাতে পারবেন না? এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, “যারা উত্তীর্ণ হয় নি বা হতে পারে নি, তাদের আবারো টেস্ট নেওয়া হবে। আমরা বিপ টেস্ট নিয়ে কিছুটা কঠোর হয়েছিলাম। কারণ আমরা চেয়েছিলাম , ক্রিকেটাররা যাতে নিজেদের ফিটনেস নিয়ে সিরিয়াস থাকে। আর এতে আমরা সফল হয়েছি। কেননা যারা বিপ টেস্টে উত্তীর্ণ হয়ে নি, তারাও বলার মতো একটা মার্ক তুলতে পেরেছে। অন্তত তারা ফিটনেসের দিকে গুরুত্ব দিয়ে উন্নতি করার চেষ্টা করেছে। আর এতেই আমরা খুশি।”

মূলত আমাদের ক্রিকেটারদের ফিটনেসের উন্নয়নে মনোযোগী হতেই এমন উদ্যোগ নিয়েছিলো বিসিবি।
যা আমাদের ক্রিকেটকে শোধন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »