বিপিএল: সাকিবকে নিয়ে অসন্তুষ্ট বিসিবি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

হুট করেই গত ৩১ জুলাই রংপুর রাইডার্সের সাথে বিপিএলে খেলতে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। বিপিএলের আগামী আসর শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। আগেভাগেই দল গুছানোর কাজটা সেরে নিতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সেরা সব ক্রিকেটারদের দলে ভেরাতে যখন সব দলগুলো তখন রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে দলে ভেড়ালেও সেটা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।

রংপুরের সাবেক আইকন ক্রিকেয়াত্র মাশরাফি বিন মুর্তজার সাথে চুক্তির ব্যাপারে কোনো সুরাহা না করেই ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে সাকিবকে। পাশাপাশি দলের রিটেইন ক্রিকেটারের তালিকা বোর্ডের কাছে না দিয়েই এমন কাজ করেছে রংপুর রাইডার্স।

ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব তার চুক্তির ব্যাপারে কোনো কথাই পরিষ্কার করেনি তাদের সাথে। ফলে সাকিবের ঢাকা ডায়নামাইটসে থাকা না থাকার ব্যাপারটিও এখনও অস্বচ্ছ হয়ে আছে সবার সামনে।

সাকিব আল হাসানের এমন কাণ্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

শেষ পর্যন্ত সাকিবের ভাগ্য কোথায় গিয়ে ঠেকে সেটা বলে দিবে সময়ই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »