নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আর খেলা হচ্ছে না পাকিস্তানের মোহাম্মদের হারিসের। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় খেলা হচ্ছে না তার। ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে এই পাকিস্তানিকে। রবিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান দলে না থাকায় বেশ আগেভাগেই চট্টগ্রাম দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন হারিস। নিয়মিত অনুশীলনও করেছেন। শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হলো না তার। এবারের বিপিএলে হারিসসহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার কখা থাকলে শেষ পর্যন্ত আর অনুমতি দেয়নি পিসিবি।
ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন, ইফতিখার ও নাসিম শাহকে বিভিন্ন দল নিয়েছিল। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে আসন্ন পাকিস্তান সুপার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেই মূলত তাদের অনাপত্তি দেয়নি পিসিবি। পাকিস্তানের ক্রিকেটারদের বছরে তিনটির বেশি লিগে খেলার অনুমতি নেই। হারিস পিএসএলের বাইরে ইতিমধ্যে আরও দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন। তাই বিপিএলে খেলার অনুমতি আর পাননি।
নিউজক্রিকেট২৪/আরএ