বিপিএল: টুর্নামেন্ট বর্জন করতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের আগামী আসর থেকে প্রত্যাহার করতে পারে নিজেদের নাম। বিসিবির বিপক্ষে গুরুতর অভিযোগ এনে বিপিএল বর্জনের হুমকি দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি বছরের ডিসেম্বরেই বসতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। তবে এই আসর শুরুর আগে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে চুক্তি করতে হবে নতুন করে। শুধু তাই নয় ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে বিসিবিকে প্রস্থাব দেয়া হয়েছে টুর্নামেন্টের লভ্যাংশ বণ্টন করে দেয়ার ব্যাপারে। অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লাভের একটা অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া হলেও বিপিএলে সেটা না হওয়াতে বিপিএল বর্জন করার হুমকি দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন, ‘প্রতি বছরই আমরা বিপিএলে খেলে আসছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আর টুর্নামেন্টের সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি মালিক আমি। আগে সিলেট ও বর্তমানে কুমিল্লায় থাকার পরও ইভেনে আসতে পারিনি।’

‘রেভেনিউ শেয়ার মানে আমরা তো বলিনি সব অর্থ আমাদের দিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি পার্শিয়ালি গ্রাউন্ডস রাইটস ও টিকেটিং রাইটসে আমাদের অংশীদার করে। কীভাবে বিক্রি করতে হবে সেটা আমরা বুঝবো।’

টুর্নামেন্টের অনিয়ম ও বিসিবির একচ্ছত্র আধিপত্বের কথা বলে তিনি আরও জানান, ‘সবার জন্যই এটা লস প্রজেক্ট। আগামী বিপিএলে থাকব কিনা চিন্তা করছি। এই অবস্থাতে শুধু বিসিবিই লাভবান হচ্ছে। আমরা এটার অংশ অবশ্যই চাইব। অনেক বড় একটি স্টেক হোল্ডার আমরা। টুর্নামেন্ট এখানে পুরোপুরি ওয়ান সাইডেড হচ্ছে। আমরা শুধু দিয়েই যাচ্ছি, কিছুই পাচ্ছি না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »