বিপিএল খেলোয়াড় তৈরির মঞ্চ নয়: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বসতে যাচ্ছে যাচ্ছে আগামী ডিসেম্বরে। তার আগে বিপিএল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেট অঙ্গন জুড়ে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজ অর্থায়নে এবারের বিপিএল করার উদ্যোগ নিয়েছে। যেখানে থাকছে না পূর্বের ফ্র্যাঞ্চাইজি দল গুলো। বিসিবি এবারের আসরের নামকরণ করেছেন বঙ্গবন্ধুর নামে ‘বঙ্গবন্ধু বিপিএল’। তাছাড়া বিসিবি সম্প্রতি নতুন কয়েকটি উদ্যোগ নেন, যেখানে প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেন।

এনসিএলে ও একই আইন করেন বিসিবি। তবে দ্বিতীয় রাউন্ডে ঢাকা ও রংপুর সে আইন অমান্য করে। তারা দু দলের একাদশে দু লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ও রিশাদ হোসেন কে নেয় নি। যার জন্য দু দলের কোচকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবির আইনে বিষ্ময়কর সাকিব আল হাসান।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি দেশের দৈনিক সংবাদমাধ্যম সমকালের সাথে আলাপকালে বলেন, ‘আমি মনে করি লেগ স্পিনাররা ঘরোয়া ক্রিকেট খেলবে’। যেখানে তারা বেশি বেশি ওভার বোলিং করতে পারবে, লাইন- লেন্স ভালো হবে এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়াবে।

তিনি আরো বলেন, ‘বিপিএল হলো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। বিপিএলে খেলোয়াড় তৈরি করার জায়গা না। এত বছর আমরা জাতীয় লীগে লেগ স্পিনার খেলাতে পারলাম না। হঠাৎ করে বিপিএলের সাতটা দলে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা করা হলো। এই সিদ্ধান্তগুলো একটু হলেও বিস্ময়কর। এর পরও বলব বোর্ড যেটা ভালো মনে করবে সে সিদ্ধান্ত নেবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »