https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স যেকোনো মূল্যে সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে চায়। তার সাথে অফিসিয়ালি কথাও বলা হয়ে গেছে বলে জানানো হয়েছে খুলনা টাইটান্সের পক্ষ থেকে।
বিপিএলের সপ্তম আসর শুরুর বেশ কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মত করে দল গুছানোর কাজ শুর করে দিয়েছিল। সাকিব আল হাসানকে রংপুর রাইডার্সে ভেড়ানো নিয়ে এলাহি কাণ্ড শুরু হবার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের পুক্ষ থেকে জানানো হয় কোনো ক্রিকেটারের চুক্তিই বৈধ নয়। শুধু তাই নয় ফ্র্যাঞ্চাইজিগুলোকেও নতুন করে চুক্তির ব্যাপারে বলা হয়।
এদিকে সোমবার (১৯ আগস্ট) বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে বৈঠকে বলে খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজিও। বৈঠকে সাফ জানিয়ে দেয়া হয় সব খেলোয়াড়দের সাথে চুক্তি হবে নতুন করে। তবে খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তা কাজি ইনাম বলেন, ‘গত বছর এরকম একতা আলোচনা হয়েছিল রিটেনশন প্লেয়ার চারজন থাকবে লোকাল ও বিদেশি প্লেয়ার মিলিয়ে। সেই ধারণা থেকেই খুলনা টাইটান্স শেন ওয়াটসনের সাথে কথা বলেছে ও ঘোষণা দিয়েছি আমরা। মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের তিন বছর আইকন ছিল। অন্য আইকনদের সাথেও কথা বলতে পারি আমরা। আমরা সেভাবেই এগুচ্ছিলাম। তামিম ইকবালের ব্যাপারে বলবো তার সাথে আমাদের আলোচনা হয়েছিল। অফিসিয়ালি আমরা কিন্তু বলিনি।’
অন্যদিকে শেন ওয়াটসনের ব্যাপারে তিনি আরও জানান, ‘শেন ওয়াটসনের সাথে আমাদের যা আলাপ হয়েছে আমি কিন্তু বলেছি। আমরা ফেসবুকে শেয়ার করেছি। তার সাথে চুক্তি হয়েছে। পরের দুই বছর সে বিগ ব্যাশ খেলবে না। সে বিপিএল খেলতে আগ্রহী। এটা শুধু খুলনা টাইটান্সেরই নয় পুরো বিপিএলের জন্যই অনেক বড় ব্যাপার। আমি চাই সরাসরি সাইনিংয়ের ব্যবস্থা থাকবে ও যার সাথে আমাদের চুক্তি হয়েছে সে যেন অবশ্যই খেলতে পারে।’