https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাড়া বিশ্বে বর্তমানে চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেটের যুগ। বিভিন্ন দেশে আয়োজিত টুর্নামেন্টের মাঠের ক্রিকেটের নিয়ম প্রায় একই ধরণের হলেও অন্যান্য ব্যাপারে রয়েছে ভিন্নতা।
যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আয়জন করে ভারতীয় ক্রিকেট বোর্ড যে পরিমানে অর্থ উপার্জন করে সেখান থেকে লভাংশ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কিন্তু বাংলাদেশে যখনই ধরণের টুর্নামেন্ট হচ্ছে সেখান থেকে কোনো পরিমাণ টাকাই দেয়া হয় না ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
অর্থাৎ যে কয়টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয় সেখানে কেবল ফাইনাল আর রানার্সআপ দল কিছু পরিমাণ তাকা পায়। সেমি ফাইনাল পর্যন্ত যারা যায় আতদের জন্যও থাকে নগণ্য পরিমানের অর্থ। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছাতে যে পরিমানে পয়সা খরচ করে সেটার যোগান দিতে হয় নিজের পকেট থেকেই। স্পন্সর থেকে যা আসে সেটা কেবল দুধের স্বাদ ঘোলে মেটানোর মত চেষ্টা করাই বটে।
এমন বিপাকে পড়ে এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের পক্ষ থেকে বিসিবির কাছে লভ্যাংশের অংশ চাওয়া হয়েছে। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক বলেন, ‘গত তিন বছর ধরে ভাগাভাগির ব্যাপারে কথা বলতে বলতে গলা শুকিয়ে এসেছে। প্রতি বছরেই কত টাকা আর লোকসান গোনা যায়।আইপিএলে একটা ফ্র্যাঞ্চাইজি প্রতি বছর ১৫০ কোটি টাকা পায় আর আমরা দেড় টাকাও পাই না। সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রিভিনিউ শেয়ার হয়। এটা না থাকলে দল চলে না। বিপিএলে আমরা মন দিয়ে, প্যাশন দিয়েই খেলি। কিন্তু এভাবে চলা তো কঠিন।’